
খাগড়াছড়ির দীঘিনালায় চলমান এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একটি ভিজিল্যান্স দল তাদের বহিষ্কার করে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- দিপন চাকমা, মেহেদী হাসান, বিপেন চাকমা, মেংচু মৈত্রেয়চিং মারমা ও গৌতমচন্দ্র চাকমা। তারা সবাই দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী। এদের মধ্যে চারজন মানবিক ও একজন বাণিজ্য বিভাগের।
কেন্দ্রের হল সুপার সুগতদর্শী চাকমা জানান, সকালে বোর্ডের ভিজিল্যান্স কর্মকর্তা বিমল চাকমার নেতৃত্বে ছয় সদস্যের একটি দল কেন্দ্র পরিদর্শনে আসে।
তিনি বলেন, “পরিদর্শনকালে দলটি বিভিন্ন পরীক্ষা কক্ষ পরিদর্শন করে এবং কয়েকজন শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পায়। অসদুপায় অবলম্বনের চেষ্টার অভিযোগে ভিজিল্যান্স দলটি তাৎক্ষণিকভাবে পাঁচজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।”
সুগতদর্শী চাকমা আরও বলেন, “বোর্ডের নির্দেশনা অনুযায়ী কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ রক্ষায় আমরা সর্বোচ্চ সচেষ্ট। নিয়ম লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”