বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

যুব সমাজকে ‘যুবশক্তিতে’ রূপান্তরের লক্ষ্যে রাঙ্গুনিয়ায় ফুটবল

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ জুলাই ২০২৫ | ৮:২০ অপরাহ্ন


মাদক ও ডিভাইসের আসক্তি থেকে তরুণদের দূরে রেখে ক্রীড়ামুখী করতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে রাঙ্গুনিয়া উপজেলা যুব ফোরাম।

শনিবার বিকেলে রাঙ্গুনিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে মুখোমুখি হয় যুব ফোরাম পৌরসভা একাদশ ও যুব ফোরাম মরিয়মনগর একাদশ।
আক্রমণ-পাল্টা আক্রমণে ভরা ম্যাচে মরিয়মনগর একাদশ ৩-২ গোলে পৌরসভা একাদশকে পরাজিত করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে বিভাজন, মাদক ও টেন্ডারবাজির চক্র থেকে বের করে এনে সত্যিকারের যুবশক্তিতে রূপান্তর করাই তাদের লক্ষ্য।

“সুস্থ দেহ, সুস্থ মন, সুস্থ বিনোদন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গুনিয়া যুব ফোরাম গঠিত হয়েছে। মাদক ও ডিভাইসের আসক্তির কারণে যুব সমাজ যখন মাঠবিমুখ, তখন তাদের জন্য একটি সুস্থ প্ল্যাটফর্ম তৈরি করতে আমরা কাজ করছি।”

আয়োজকরা জানান, উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে নিয়ে মোট আটটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যার দ্বিতীয় আয়োজন ছিল এই ফুটবল ম্যাচ।

উপজেলা যুব ফোরামের সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও ফোরামের উপদেষ্টা জাফরুল ইসলাম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিশ্বকাপে দায়িত্ব পালনকারী ফিফা রেফারি শিয়াকত আলী। তার উপস্থিতি স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া ফুটবল একাডেমির পরিচালক নবীর হোসেন, ফোরামের সেক্রেটারি এস এম মহিউদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কার্যকরী সদস্য ডা. আনাছ বিন ইসমাইল, ব্যাংকার ইলিয়াস আহমেদ এবং শিক্ষক শহিদুল্লাহ কাইছারসহ অন্যরা।

পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।