শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রোহিঙ্গা হত্যা মামলা: আরসা প্রধান আতাউল্লাহ ৩ দিনের রিমান্ডে

কক্সবাজার প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ জুলাই ২০২৫ | ৪:১৪ অপরাহ্ন


উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে চারজনকে হত্যার এক মামলায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

বুধবার কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাফ উদ্দিন আসিফ এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. গোলাম জিলানী বলেন, “২০২০ সালের ৬ অক্টোবর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে চারজন রোহিঙ্গার মৃত্যু হয়েছিল। ওই মামলার এজাহারভুক্ত আসামি আতাউল্লাহ। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”

এর আগে সকালে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে আতাউল্লাহকে আদালত প্রাঙ্গণে আনা হয় এবং শুনানি শেষে দুপুরে আবার কক্সবাজার জেলা কারাগারে ফেরত নিয়ে যাওয়া হয়।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন জানিয়েছেন, বুধবার বিকেল থেকেই আতাউল্লাহকে জিজ্ঞাসাবাদ শুরু হবে। এই মামলায় জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে থাকা অন্য মামলাগুলোতেও পর্যায়ক্রমে রিমান্ডের আবেদন করা হবে।

আতাউল্লাহর বিরুদ্ধে উখিয়া থানায় তিনটি এবং নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চলতি বছরের ১৮ মার্চ র‍্যাব নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ থেকে আতাউল্লাহসহ ১০ জনকে গ্রেপ্তার করে। এরপর বান্দরবানসহ বিভিন্ন আদালতে একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কক্সবাজারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তাকে ঢাকা থেকে আনা হয়।

হত্যাসহ একাধিক মামলার আসামি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রোহিঙ্গা নেতাদের তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে উখিয়া-টেকনাফের আশ্রয়শিবিরগুলোতে আরসা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তাদের ঠেকাতে মাঠে নামে আরেক সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সলিডারেটি অর্গানাইজেশন (আরএসও)।

২০২১ সালের ২৯ সেপ্টেম্বর উখিয়ার কুতুপালং ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গাদের শীর্ষ নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ। এই হত্যা মামলার অন্যতম আসামি আতাউল্লাহ।

এছাড়া ২০২২ সালের ১৪ নভেম্বর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মাদকবিরোধী অভিযানে থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদী নিহত হন। এই মামলারও প্রধান আসামি আরসা প্রধান আতাউল্লাহ।