শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চবিতে ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মিনহাজ ও জনি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১০ জুলাই ২০২৫ | ১১:২৭ অপরাহ্ন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত ফটিকছড়ি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মিনহাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ জয়নাল আবেদীন জনিকে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার এক সভায় ২০২৫-২০২৬ সেশনের জন্য ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয় বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংগঠনের সাবেক সভাপতি রায়হান মুনতাসির ও সাধারণ সম্পাদক আরমান হোসেন এই নতুন কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সাকিব, সহ-সভাপতি জান্নাত আরা সুক্তা, বেলায়েত হোসেন ও ইমতিয়াজ আলম ফরহাদ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে সায়রা রহমান, মোহাম্মদ মাসুদ ও সৈয়দ মিনহাজ এবং সাংগঠনিক সম্পাদক পদে জুনায়েদ হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ আল মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন অর্থ সম্পাদক শাহরিয়ার মাহমুদ রাহাত, প্রচার সম্পাদক মোফাস্বের হোসেন তানভীর, দপ্তর সম্পাদক ছামিরা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হামিদুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক ঝিনু আকতার, ছাত্রী বিষয়ক সম্পাদিকা কেয়া বড়ুয়া এবং ক্রীড়া সম্পাদক সাব্বির আহমেদ।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক যৌথ বিবৃতিতে সভাপতি মিনহাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন জনি বলেন, “ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফটিকছড়ির শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক সংগঠন। ২০০৯ সালের ১৩ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে আমাদের সংগঠনের মাধ্যমে ফটিকছড়ির গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বার্ষিক বৃত্তি প্রদান, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য কোচিং ও যাবতীয় সহায়তা দেওয়া হয়।”

তারা আরও বলেন, “ফটিকছড়ি উপজেলা ভিত্তিক ব্লাড গ্রুপিং, অসহায় রোগীদের জন্য ফ্রি রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি এবং উচ্চশিক্ষার প্রসারে প্রান্তিক স্কুল-কলেজে সেমিনার আয়োজনের মতো কাজগুলো আমরা করে থাকি। ভবিষ্যতেও এসব জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।”

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ফটিকছড়ি থেকে আসা শিক্ষার্থীদের তথ্য ও সহযোগিতা প্রদানে হেল্প ডেস্ক স্থাপন এবং চবিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ফ্রি পরিবহন ব্যবস্থার মতো উদ্যোগগুলোও সংগঠনটি পরিচালনা করে আসছে।