রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চবিতে শিবির সন্দেহে শিক্ষার্থীকে মারধর ছাত্রলীগের

| প্রকাশিতঃ ৭ ডিসেম্বর ২০১৭ | ৫:৫৪ অপরাহ্ন

চবি: শিবির সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে সমাজবিজ্ঞান অনুষদের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার শিক্ষার্থী মোঃ পারভেজ আলম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত এমন অভিযোগ এনে কয়েকজন তাকে বেধড়ক পেটাতে থাকে। পরে ডিপার্টমেন্ট থেকে প্রক্টর অফিসে জানানো হলে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে পাঠায় প্রশাসন।

মারধরকারীরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদের অনুসারী। আবু সাইদ চট্টগ্রাম মহানগরী আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর অনুসারী।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, অর্থনীতি বিভাগের একজন শিক্ষার্থীকে মারধোর করা হয়েছে। খবর পেয়ে প্রক্টোরিয়াল বডির একজন সদস্য পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। তবে কে বা কারা তাকে মেরেছে তা জানা যায়নি। আহত শিক্ষার্থীকে পরে মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।