বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

পোর্ট সিটি জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির শপথ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভূমিকা রাখবে পিজা’, প্রত্যাশা অতিথিদের
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১২ জুলাই ২০২৫ | ৯:০৯ অপরাহ্ন


চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পিজা) প্রথম কার্যনির্বাহী কমিটি শপথ গ্রহণ করেছে।

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যরা শপথ নেন এবং বিদায়ী আহ্বায়ক কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও পিজা নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. ওবায়দুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায় বলেন, “ভুঁইফোঁড় সংবাদমাধ্যমের ভিড়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই অ্যাসোসিয়েশনের সদস্যরা দেশ, জাতি ও সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরবে।”

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান দিলরুবা আক্তার নবনির্বাচিতদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিদায়ী আহ্বায়ক পার্থ প্রতীম নন্দী বলেন, “আমরা প্রাক্তন শিক্ষার্থীদের জন্য যে সেতু তৈরি করতে চেয়েছিলাম, আজ সেটি দৃশ্যমান ও কার্যকর। পিজা এখন কেবল একটি সংগঠন নয়, এটি আমাদের শিক্ষাগত যাত্রার একটি স্মৃতি এবং পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ।”

পিজা’র প্রথম কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে মুহাম্মদ ইমরান বিন ছবুর ও সাধারণ সম্পাদক হিসেবে সারোয়ার আহমদ নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি তাপস বড়ুয়া, সহ-সভাপতি মিশু পাল, যুগ্ম সম্পাদক ইব্রাহীম জুলহাজ নীল, অর্থ সম্পাদক মো. সাখাওয়াত আলম (রিমন), সাংগঠনিক সম্পাদক তোফায়েলুর রহমান, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইন, সদস্যপদ বিষয়ক সম্পাদক মো. নাহিদুল ইসলাম এবং সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেবাশীষ চক্রবর্তী।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন শারমিন আক্তার, একরামুল হক শামীম এবং জোবায়ের উল্লাহ (সারজিল)।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসাইন, প্রক্টর মো. রাশেদ খান মিলনসহ সাংবাদিকতা বিভাগের শিক্ষক, অ্যালামনাই সদস্য এবং বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।