বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

জামিন মেলেনি, পুলিশ পাহারায় পরীক্ষা দিয়ে জিপিএ-৪ রিফাতের

এম জিয়াবুল হক | প্রকাশিতঃ ১২ জুলাই ২০২৫ | ৯:২৪ অপরাহ্ন


মারামারির মামলায় পরীক্ষার আগের দিন কারাগারে যেতে হয়েছিল চকরিয়ার এক এসএসসি পরীক্ষার্থীকে। তবে তাতে দমে যায়নি সে। আদালতের বিশেষ অনুমতিতে পুলিশ পাহারায় কেন্দ্রে এসে পরীক্ষা দিয়ে জিপিএ-৪ পেয়েছে রিফাতুল ইসলাম (১৭)।

ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয়। গত ১০ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফলে সে উত্তীর্ণ হয়।

রিফাতের আইনজীবী মোহাম্মদ ইউছুপ জানান, একটি মামলায় পরীক্ষার আগের দিন, অর্থাৎ ৯ এপ্রিল চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিফাতের জামিন আবেদন নামঞ্জুর হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়।

“পরে আমার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক মো. আনোয়ারুল কবির রিফাতকে পুলিশ পাহারায় কারাগার থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দেন,” বলেন আইনজীবী।

রিফাতের মা খুরশিদা বেগম অভিযোগ করেন, প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে তাদের ওপর হামলা চালানো হয়। পরে উল্টো তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, যেখানে তার ১৭ বছরের ছেলের বয়স ২২ বছর দেখানো হয়েছে। সেই মামলাতেই রিফাতের জামিন হয়নি।

ছেলের ফলাফলে উচ্ছ্বসিত খুরশিদা বেগম বলেন, “আমার ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ শুনে মনে করেছিলাম তাঁর আর এসএসসি পরীক্ষা দেওয়া হবে না। কিন্তু আদালত তাকে সুযোগ দিয়েছেন। জীবনের কঠিন মুহূর্তেও আজ ছেলের ভালো ফলাফল হয়েছে শুনে সব দুঃখ মুছে গেছে।”

রিফাতুল ইসলাম চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের দিয়ারচর গ্রামের নাজেম উদ্দিনের ছেলে।