বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৫ | ৫:৩১ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ সাতকানিয়া উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের উপজেলা শাখার সভাপতি ও বাজালিয়া হেদায়েতুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাতকানিয়া আলিয়া এম ইউ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুনীরুল আলম।

বিশেষ অতিথি ছিলেন গারাঙ্গিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও সংগঠনের উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আজিম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গারাঙ্গিয়া রব্বানী মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ফারুকী, কেরানীহাট জামেউল উলুম ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউল আলম নূরী, রসুলাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ তাজুল ইসলাম, সাতকানিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ, মির্জাখীল আনোয়ারে রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ শাহেদ এবং আঞ্জুমানে ইসলামিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবদুল মালেক।