
যুক্তরাষ্ট্রের সম্মানজনক ফুলব্রাইট অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সালসাবিল করিম চৌধুরী।
বিশ্বের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ এই শিক্ষা বিনিময় কর্মসূচির আওতায় তিনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পাবেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক ব্যুরো বিশ্বব্যাপী ফুলব্রাইট প্রোগ্রামটির তত্ত্বাবধান করে। মার্কিন কংগ্রেসের অর্থায়নে পরিচালিত এই কর্মসূচির লক্ষ্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা। ফুলব্রাইট অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে এ পর্যন্ত ৬০ জন নোবেল বিজয়ী এবং ৮৬ জন পুলিৎজার পুরস্কার বিজয়ী রয়েছেন।
সালসাবিল করিম চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার দাদা আলী আহমদ চৌধুরী ছিলেন একজন এমএলএ ও ভাষাসৈনিক। তার বাবা আতাউল করিম চৌধুরী ওমর গণি এমইএস কলেজের অর্থনীতির অধ্যাপক ছিলেন এবং চাচা রেজাউল করিম চৌধুরী ছিলেন চট্টগ্রাম সিটি কলেজসহ একাধিক স্বনামধন্য কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।
শিক্ষকতা পেশায় যোগ দেওয়ার পর থেকেই সালসাবিল করিম চৌধুরী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন স্বীকৃতি অর্জন করেছেন। ২০১৭ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় ও এটুআই আয়োজিত মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিতায় তিনি দেশসেরা শিক্ষক নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে সফলতার গল্প লেখা প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নেন।
পরে ইউনেস্কো ও শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত প্রতিযোগিতায় গবেষণাধর্মী ভিডিও কন্টেন্ট জমা দিয়ে ২০২১ সালে দ্বিতীয় এবং ২০২২ সালে প্রথম স্থান অধিকার করেন তিনি। এ ছাড়া চলতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহে তিনি চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষক (কারিগরি) নির্বাচিত হন।