
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত দলের জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার (১৯ জুলাই) বিকেল সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নেতা-কর্মীদের সহায়তায় উঠে দাঁড়ালেও পুনরায় অসুস্থ বোধ করায় তিনি মঞ্চে বসেই তার সমাপনী ভাষণ শেষ করেন।
‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনসহ’ সাত দফা দাবিতে জামায়াতে ইসলামী এই সমাবেশের আয়োজন করে। সারা দেশ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেন।
বিকেল পাঁচটার পর সমাপনী বক্তব্য দিতে মঞ্চে ওঠেন জামায়াত আমির। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। জামায়াত যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে, তার প্রথম প্রমাণ হচ্ছে…”—এই বাক্য শেষ করার আগেই তিনি হঠাৎ মঞ্চে পড়ে যান।
উপস্থিত জ্যেষ্ঠ নেতা ও নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে ধরে তোলেন। কয়েক মুহূর্ত পর উঠে দাঁড়িয়ে তিনি পুনরায় বক্তব্য শুরু করে বলেন, “আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি।” কিন্তু কিছু কথা বলার পরই তিনি আবারও অসুস্থ হয়ে ধীরে ধীরে নিচে বসে পড়েন। এ সময় মঞ্চ থেকে মাইকে ঘোষণা করা হয়, “আমিরে জামায়াত গরমের কারণে একটু অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তাররা তাঁকে আর বক্তব্য না রাখার পরামর্শ দিচ্ছেন।”
তবে দমে না গিয়ে ডা. শফিকুর রহমান বসেই মাইকে তার বক্তব্য চালিয়ে যান। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন, তত সময় মানুষের জন্য লড়াই করব, ইনশা আল্লাহ। এ লড়াই বন্ধ হবে না।”
বক্তব্যে তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বেশ কিছু প্রতিশ্রুতি দেন। তিনি ঘোষণা করেন, “যদি আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় জামায়াত সরকার গঠন করে, তাহলে কোনো এমপি-মন্ত্রী সরকারি প্লট গ্রহণ করবেন না, ট্যাক্সবিহীন গাড়িতে চড়বেন না এবং নিজের হাতে কোনো টাকা চালাচালি করবেন না। কাজের শেষে জনগণকে তার প্রতিবেদন দিতে বাধ্য থাকবেন।”
বক্তব্য শেষে জামায়াত আমির নেতাদের সহায়তায় মঞ্চে দাঁড়ান। এ সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “প্রচণ্ড গরমে আমাদের আমিরে জামায়াত সাময়িক অসুস্থ হয়ে পড়েছিলেন। আল্লাহ তাআলা তাঁকে কথা বলা ও সমাপ্ত ঘোষণার তৌফিক দিয়েছেন।”
দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশস্থল থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সরাসরি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।