বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

বাকশিস হাটহাজারী শাখায় নতুন নেতৃত্ব

সভাপতি শেখ আহম্মদ ও সম্পাদক আরমানুল
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ জুলাই ২০২৫ | ৯:১৩ অপরাহ্ন


বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) শিক্ষক-কর্মচারী ঐক্যজোটভুক্ত হাটহাজারী উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২৫-২০২৭ মেয়াদের জন্য ৫৫ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে উপজেলার কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শেখ আহম্মদকে সভাপতি এবং নাজিরহাট সরকারি কলেজের প্রভাষক আরমানুল হক ফরহাদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

কমিটি ঘোষণার সময় চট্টগ্রাম জেলা বাকশিসের আহ্বায়ক অধ্যাপক মো. নুরুল আলম রাজু এবং সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নতুন নেতৃত্ব আগামী দুই বছর হাটহাজারী উপজেলার কলেজ শিক্ষকদের বিভিন্ন পেশাগত অধিকার আদায় এবং মর্যাদা সমুন্নত রাখতে সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষক নেতারা।