
বিএনপির সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই কক্সবাজারের পেকুয়ায় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নিজ এলাকা পেকুয়ায় এই কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা প্রদান করেন।
আজ সোমবার (২১ জুলাই) সকাল সাতটার দিকে এনসিপি নেতারা পেকুয়া উপজেলার বাঘগুজারা এলাকায় গিয়ে ওয়াসিমের কবর জিয়ারত ও মোনাজাত করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, এনসিপি নেতাদের কবর জিয়ারতের সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করেন। কর্মসূচি শেষে তারা পেকুয়া ত্যাগ করা পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনী সঙ্গে ছিল।
উল্লেখ্য, গত শনিবার কক্সবাজারে এক সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ওই আসনের সাবেক এমপি সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে ‘শিলং থেকে আসা নব্য গডফাদার’ বলে মন্তব্য করেন। এই বক্তব্যের জেরে কক্সবাজার জেলাজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় ওইদিনই চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর করা হয় এবং জেলার বিভিন্ন স্থানে এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন বিএনপি নেতাকর্মীরা।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এনসিপি নেতারা তাদের পূর্বঘোষিত ‘সাংগঠনিক কমিটমেন্ট’ রক্ষার অংশ হিসেবে এই কর্মসূচি পালন করলেন।
এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সুজাউদ্দিন বলেন, “সকালে এনসিপি আহ্বায়কসহ কেন্দ্রীয় নেতারা শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন। যত বাধাই আসুক, আমরা আমাদের সাংগঠনিক কমিটমেন্ট রক্ষায় বদ্ধপরিকর।”
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি নেতারা গতকাল রাতে চট্টগ্রাম শহরে অবস্থান করছিলেন। আজ সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে পেকুয়ায় প্রবেশ করেন এবং কবর জিয়ারত শেষে পুনরায় চট্টগ্রামের পথে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেন। সেখানে তারা ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেবেন।