রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ঢাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২১ জুলাই ২০২৫ | ৪:১৪ অপরাহ্ন


রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের মধ্যে অন্তত ২৫ জনকে ঢাকা মেডিকেল কলেজের পার্শ্ববর্তী জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই সংখ্যা বাড়ছে।

আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে হতাহতদের বিষয়ে সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি।

সোমবার দুপুরে বাংলাদেশের বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিধ্বস্ত হয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করে। ওড়ার বেশ কিছুক্ষণ পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট উদ্ধার কাজ করছে।