রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রশিক্ষণ কীভাবে কোথায় করতে হবে, তা নতুন করে দেখা দরকার: নৌ উপদেষ্টা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৫ | ২:৩৬ অপরাহ্ন


উত্তরার মতো দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেজন্য প্রশিক্ষণের স্থান ও ধরন নতুন করে বিবেচনা করতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার সকালে বার্ন ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

এম সাখাওয়াত হোসেন বলেন, “ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য সকল সংস্থা, বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বলবো, এ ধরনের ট্রেনিং কীভাবে, কোথায় করতে হবে এগুলো মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন।”

“ঢাকা শহর তো ঘনবসতিপূর্ণ, যেকোনো কিছুতে অ্যাফেক্টেড হয়ে যায়,” যোগ করেন সাবেক এই সেনা কর্মকর্তা।

সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছে জানিয়ে নৌ উপদেষ্টা আরও বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আহতদের প্রয়োজনে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে।