
“জুলাই আন্দোলনে যখন ছাত্র নেতৃবৃন্দ ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে নেতৃত্বের গতি হারিয়েছিল, ঠিক সেই মুহূর্তেই আন্দোলনের হাল ধরে ঐক্যবদ্ধ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।”—এই মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বিএনপির কেন্দ্র ঘোষিত সদস্য ফরম পূরণ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে গতকাল সোমবার (২১ জুলাই) রাতে হাটহাজারী উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলার ফরহাদাবাদ, ধলই ও মির্জাপুর—এই তিন ইউনিয়ন বিএনপি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
মীর হেলাল তার বক্তব্যে আরও বলেন, “ভিনদেশি ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে এবং ক্ষমতার লোভে পড়ে কিছু দল চব্বিশের জুলাই-আগস্টের আন্দোলনের ঐক্যবদ্ধ চেতনাকে ভেঙে দিয়েছে। তারা জাতির প্রত্যাশায় আঘাত করেছে, যা ক্ষমার অযোগ্য অপরাধ।” তিনি দাবি করেন, দীর্ঘ সতের বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন তারেক রহমান।
মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর জব্বারের সভাপতিত্বে এবং জেলা জাসাসের সভাপতি ও ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে প্রধান অতিথি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন স্থানীয় তিন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের হাতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।