বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

হাটহাজারী অদুদিয়া মাদ্রাসাকে কামিল শ্রেণিতে পাঠদানের অনুমতি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ জুলাই ২০২৫ | ১১:৩৯ অপরাহ্ন


চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী পৌরসভার জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদরাসা এবার কামিল (স্নাতকোত্তর) শ্রেণিতে পাঠদানের প্রাথমিক অনুমতি লাভ করেছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে হাদিস বিভাগে কামিল স্তর খোলার এই অনুমোদন দিয়েছে।

গতকাল বুধবার (২৩ জুলাই) রাতে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাদরাসা পরিদর্শন দপ্তর সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির আবেদনের প্রেক্ষিতে গঠিত পরিদর্শন কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও মাদরাসা পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মো. আইউব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ জুলাই ২০২৫ থেকে ২২ জুলাই ২০২৮ পর্যন্ত তিন বছরের জন্য প্রতিষ্ঠানটিকে কামিল (স্নাতকোত্তর) দুই বছর মেয়াদী কোর্সের হাদিস বিভাগে প্রাথমিক পাঠদানের অনুমতি প্রদান করা হয়েছে।

তবে এই অনুমোদনের সাথে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য শর্তগুলোর মধ্যে রয়েছে:

* কামিল স্তরে পাঠদানের জন্য প্রাতিষ্ঠানিক বেতনে দুইজন যোগ্য মুহাদ্দিস নিয়োগ।

* পুরাতন ভবন সংস্কার এবং নির্মাণাধীন একাডেমিক ভবনের কাজ দ্রুত সম্পন্ন করা।

* কামিল স্তরের জন্য প্রয়োজনীয় মৌলিক ও রেফারেন্স গ্রন্থ দ্বারা লাইব্রেরি সমৃদ্ধ করা।

* মাদ্রাসার চারপাশে সীমানা প্রাচীর ও দৃষ্টিনন্দন প্রধান ফটক নির্মাণ।

* সকল আয়-ব্যয়ের যথাযথ হিসাব সংরক্ষণ ও নিরীক্ষা নিশ্চিত করা।

* প্রাথমিক অনুমতির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে আট মাস আগে চূড়ান্ত অধিভুক্তির জন্য আবেদন করা।

এই অনুমোদনের ফলে প্রতিষ্ঠানটি ফাজিল (ডিগ্রি) পর্যায় থেকে কামিল (স্নাতকোত্তর) পর্যায়ে উন্নীত হলো, যা মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে।