শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

মাদ্রাসাছাত্র সোহেল হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে উত্তাল খাগড়াছড়ি

খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ জুলাই ২০২৫ | ৭:২৭ অপরাহ্ন


খাগড়াছড়ির মানিকছড়িতে অপহরণের পর নির্মমভাবে হত্যার শিকার মাদ্রাসাছাত্র মো. সোহেলের (১৪) খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে ‘পরিবারবর্গ ও এলাকাবাসীর’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত চত্বরে গিয়ে এক মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে নিহত সোহেলের মা রাবেয়া আক্তার, নানা আবদুর রহিমসহ পরিবারের সদস্যরা এবং স্থানীয় পাড়া কার্বারী, গ্রাম সর্দার ও ছাত্রনেতারা বক্তব্য রাখেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারাও সংহতি জানিয়ে বক্তব্য দেন। বক্তারা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং গ্রেপ্তারকৃত সব আসামির দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন।

উল্লেখ্য, গত ৪ জুলাই খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঘোরখানা এলাকা থেকে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্র মো. সোহেলকে অপহরণ করা হয়। এর ১২ দিন পর উপজেলার দুর্গম বুদংপাড়া এলাকার একটি পাহাড়ি ছড়া থেকে তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করে যৌথবাহিনী।

এ ঘটনায় ১১ জুলাই অপহৃত সোহেলের পরিবারের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে যৌথবাহিনী বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মংসানু মারমা (৩৫) সহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ জনই এজাহারভুক্ত আসামি।