বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্তির দাবিতে চকরিয়ায় মানববন্ধন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ জুলাই ২০২৫ | ৭:৩১ অপরাহ্ন


“জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই” এবং “প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই”—এই স্লোগানে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন তিন শতাধিক শিক্ষক।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা এগারোটার দিকে চকরিয়া উপজেলা পরিষদের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক পরিপত্রে জানানো হয়েছে, চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই অংশ নিতে পারবে, যা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার যখন সবার জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছে, তখন এই ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোমলমতি শিক্ষার্থীদের প্রতি অবিচার। চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের বলেন, “কিন্ডারগার্টেন স্কুলগুলো প্রাথমিক শিক্ষার আলো ছড়াচ্ছে এবং মানসম্মত লেখাপড়া উপহার দিচ্ছে। তাদেরকে বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা মানে শিক্ষার্থীদের গলাটিপে হত্যার শামিল।”

মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মুহাম্মদ আলমগীরের কাছে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের, চকরিয়া গ্রামার স্কুলের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাহারবিল রেসিডেন্সিয়াল স্কুলের অধ্যক্ষ নুর মোহাম্মদসহ বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক ও উদ্যোক্তাবৃন্দ। তারা অবিলম্বে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিল করে সকল শিক্ষার্থীর জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করার জোর দাবি জানান।