
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, থানা লুট হওয়া সব অস্ত্র আমরা এখনো উদ্ধার করতে পারিনি। অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনের আগে আরো অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে।
আজ শনিবার (২৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের র্যাব-১১ কার্যালয়, নারায়ণগঞ্জ পুলিশ লাইনন্স এবং জালকুড়িতে অবস্থিত ৬২ বিজিবি ব্যাটালিয়ন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আগামী নির্বাচন যেন মিডিয়া ও জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে, সে চেষ্টা থাকবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো যদি সহায়তা করে তবেই একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব ।
তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের কোনো বিভেদ থাকার কথা না। আমরা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তথা দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকবে সে লক্ষ্যে কাজ করছি।
ভারত থেকে অব্যাহত পুশ-ইনের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের নাগরিক যারা ভারতে আছেন, তাদের তো আমাদের নিতে হবে। কিন্তু যারা রোহিঙ্গা, তাদের আমরা ঢুকতে দিচ্ছি না, ফেরত পাঠাচ্ছি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার তাদের (ভারত) বলেছি, যদি বাংলাদেশের নাগরিক থাকে, তাদের পাঠানোর একটা নিয়ম আছে। প্রোপার চ্যানেলে পাঠান। ভারত থেকে যারা আমাদের দেশে আসছে, আমরা কিন্তু প্রোপার চ্যানেলে পাঠাচ্ছি। তারা মানুষকে জঙ্গলে, নদীর পাড়ে ফেলে যাচ্ছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে। এ ব্যাপারে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। আমাদের প্রতিবাদে একেবারে যে কাজ হচ্ছে না, তা নয় । পুশিংয়ের সংখ্যা আগের চেয়ে কমেছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ৫ আগস্ট পরবর্তী মামলাগুলোতে অসংখ্য ব্যক্তিকে আসামি করায় প্রত্যেকের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হচ্ছে। এ কারণেই চার্জশিট দিতে দেরি হচ্ছে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়টি নিশ্চিত করতেই এই সময় নেয়া হচ্ছে।
এ সময় তার সঙ্গে ছিলেন র্যাবের ডিজি এ কে এম শাহিদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।