
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “গত জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে রাজনীতির আমূল পরিবর্তন ঘটেছে। এখন আর আগের মতো বস্তাপচা ও সেকেলে রাজনীতি চলবে না। আমরা চাই একটি নতুন বাংলাদেশ, যেখানে ইনসাফ প্রতিষ্ঠিত হবে।”
শুক্রবার (২৫ জুলাই) রাতে সাতকানিয়া উপজেলার মাদার্শা ইসলামী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক ইছালে সওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, “দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিবিদরা জনগণকে প্রতারণা করে এসেছে। বৈষম্য আর শোষণের রাজনীতি দেশের মানুষকে পিছিয়ে রেখেছে। তবে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করেছে।” তিনি আরও বলেন, “এখন সময় এসেছে সব বিভেদ ভুলে, হানাহানি বন্ধ করে, একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার।”
সংগঠনের আহ্বায়ক মকবুল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদার্শা ইউনিয়ন জামায়াতের আমির কে এম আবু মুসা, মাদার্শা যুব উন্নয়ন পরিষদের সভাপতি জাফর আহমদ এবং উপজেলা জামায়াতের যুব সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী।
মাহফিলে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।