শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

কাস্টমস ও ট্যাক্স আইন আধুনিক হচ্ছে : এনবিআর চেয়ারম্যান

| প্রকাশিতঃ ৯ ডিসেম্বর ২০১৭ | ৮:২৫ অপরাহ্ন

চট্টগ্রাম: কাস্টমস ও ট্যাক্স আইন সংস্কার করে আধুনিক করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো.নজিবুর রহমান।

শনিবার দুপুরে চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহি পরিচালক ড. আহসান এইচ মনছুর।

স্বাগত বক্তব্য রাখেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ আহমদুল হক। আলোচনায় অংশ নেন এম এম ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি ও পেডরোলো গ্রুপের চেয়ারম্যান নাদের খান।

অনুষ্ঠানে এনবিআর সদস্য এস এম আশফাক হোসাইন, হাবিবুর রহমান আখন্দ ছাড়াও চট্টগ্রামের উল্লেখযোগ্য কর্পোরেট অফিসের প্রধান, উচ্চপদস্থ কর্মকর্তা, চট্টগ্রাম কাস্টমস, ভ্যাট, ট্যাক্স ও বন্ড কমিশনাররা উপস্থিত ছিলেন।