শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চকরিয়ায় জামায়াতের শোডাউন: এমপি প্রার্থী ঘোষণা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ অগাস্ট ২০২৫ | ৯:১২ অপরাহ্ন


ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজারের চকরিয়া পৌরশহরে স্মরণকালের বিশাল এক গণমিছিল ও সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশ থেকে চকরিয়া-পেকুয়া আসনের জন্য আব্দুল্লাহ আল ফারুককে দলের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং নির্বাচিত হলে চকরিয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনসহ একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

জামায়াতের চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শাখার যৌথ উদ্যোগে আজ সোমবার বিকেলে এই গণমিছিলটি চকরিয়া পৌর বাসটার্মিনাল থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে জনতা শপিং সেন্টার মাঠে এক বিশাল সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি শ্রেণি চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন বিভিন্ন দলকে বিশেষ সুবিধা দিয়ে বৈষম্যমূলক আচরণ করছে। তিনি প্রশাসনকে কোনো দলের পক্ষ না নিয়ে জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।

সমাবেশের প্রধান বক্তা ও চকরিয়া-পেকুয়া আসনের ঘোষিত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেন, জুলাই আন্দোলনের মূল দাবি ছিল একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা, কিন্তু এক বছর পেরিয়ে গেলেও জনগণ এখনো দুর্নীতি ও দখলবাজি থেকে মুক্তি পায়নি।

তিনি নির্বাচিত হলে চকরিয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ এবং মাতামুহুরিকে একটি পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন।

চকরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জেলা ও স্থানীয় জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ এবং একাধিক ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানরা বক্তব্য রাখেন।