
সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের কক্সবাজারে বৈঠকের খবরকে ‘গুজব’ ও ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে দলটি। এনসিপি সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দলের উচ্চপদস্থ নেতারা কোনো রাজনৈতিক বৈঠকে অংশ নিতে যাননি, বরং তারা সেখানে অবকাশ যাপন করছেন।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন, অর্থাৎ আজ মঙ্গলবার (৫ আগস্ট), যখন সারাদেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিচ্ছেন, ঠিক সেই সময়ে এনসিপির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহর কক্সবাজার সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক কৌতূহল ও গুঞ্জন শুরু হয়। বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুক পোস্টে দাবি করা হয়, তারা পিটার হাসের সঙ্গে একটি হোটেলে গোপন বৈঠক করতে সেখানে গেছেন।
এই গুঞ্জনের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন বলেন, “পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব। কেন্দ্রীয় নেতারা সেখানে ঘুরতে গেছেন”। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও মুঠোফোনে বলেন, “পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে যেসব নিউজ ছড়ানো হচ্ছে তার পুরোটাই গুজব। আমরা এমন মিটিংয়ের বিষয়ে কিছুই জানি না”।
দলটির একটি বিশ্বস্ত সূত্র জানায়, পিটার হাস মাঝেমধ্যে ব্যক্তিগত কাজে কক্সবাজারে বৈঠক করেন এবং গুজবকারীরা সেই বিষয়টিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এই মিথ্যা খবর ছড়িয়েছে। সূত্রটি আরও জানায়, নেতারা বিকেলেই ঢাকার উদ্দেশে রওনা দেবেন।