রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বস্তুনিষ্ট সাংবাদিকতা করে ইতিবাচক ভূমিকা রাখতে হবে : চবি উপাচার্য

| প্রকাশিতঃ ১০ ডিসেম্বর ২০১৭ | ৮:০৫ অপরাহ্ন

চবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকতা ও সংবাদকর্মীদের অবাধ তথ্য প্রবাহের সুযোগ অবারিত করেছেন । সার্বিক সুযোগ-সুবিধার সদ্ব্যবহারের মাধ্যমে সাংবাদিকদের নিজেদের যোগ্যতা ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি দেশ জাতির উন্নয়নে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কথাগুলো বলেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি-বেসরকারী পদে থেকে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন ।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ । এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর ড. হায়াত হোসেন, প্রক্টর মোহাম্মাদ আলী আজগর চৌধুরী প্রমুখ ।