শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চকরিয়ায় মিথ্যা মামলা: খালাস পেলেন আসামি, বাদী দম্পতিই এখন মামলার জালে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ অগাস্ট ২০২৫ | ১০:০৫ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়ায় জামানত হিসেবে রাখা ব্যাংক চেক ব্যবহার করে মিথ্যা মামলা করায় আদালতের নির্দেশে এক দাদন ব্যবসায়ী নারী ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সোমবার চকরিয়া থানায় জুনি আক্তার ও তার স্বামী বেলাল উদ্দিনের বিরুদ্ধে এই মামলাটি করা হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, চকরিয়া পৌরসভার বাঁশঘাট এলাকার বাসিন্দা মো. তৈয়বের স্ত্রী লিপি আক্তার তার খালাতো বোন আসমাউল হোসনার অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য প্রতিবেশী জুনি আক্তারের কাছ থেকে ৩০ হাজার টাকা সুদে নেন। মাসিক ৬ হাজার টাকা হারে ১৮ মাসে মোট ১ লাখ ৮ হাজার টাকা সুদ পরিশোধও করেন তিনি।

টাকা নেওয়ার সময় লিপি আক্তার জামানত হিসেবে তার নামীয় এনআরবিসি ব্যাংকের একটি খালি চেক জুনি আক্তারকে দেন। সুদ পরিশোধের পরও জুনি আক্তার সেই চেকে ৫ লাখ টাকা বসিয়ে ব্যাংক থেকে ডিজঅনার করান এবং চলতি বছরের ২০ জানুয়ারি লিপি আক্তারের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তদন্তের নির্দেশ দিলে আদালতের পুলিশ পরিদর্শক মো. আনোয়ার উল ইসলাম এর তদন্ত করেন। তদন্তে জুনি আক্তারের দায়ের করা মামলাটি মিথ্যা প্রমাণিত হয়।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ২৫ জুলাই আদালতের বিচারক মো. আনোয়ারুল কবির মামলার আসামি লিপি আক্তারকে অব্যাহতি দেন এবং মিথ্যা মামলার বাদী জুনি আক্তার ও তার স্বামী বেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলা করার জন্য চকরিয়া থানার ওসিকে নির্দেশ দেন।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী থানার এসআই আবুল খায়ের বাদী হয়ে মামলাটি রুজু করেছেন। অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”