বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

মারামারি-বিশৃঙ্খলা: ফটিকছড়ির করোনেশন স্কুলের ২২ শিক্ষার্থীকে শাস্তি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১২ অগাস্ট ২০২৫ | ৩:৪৪ অপরাহ্ন


শৃঙ্খলা ভঙ্গ, মারামারি ও ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ির একটি সরকারি স্কুলের ২২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফটিকছড়ি করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থীদের মধ্যে দুইজনকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছে এবং বাকিদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিমুদ্দিন সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়। শাস্তি পাওয়া শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণির ছাত্র।

প্রধান শিক্ষক মো. নাজিমুদ্দিন সরকার বলেন, “সম্প্রতি বিদ্যালয়ে ঘটে যাওয়া মারামারি, শৃঙ্খলাভঙ্গ ও সহপাঠীদের জন্য অশান্ত পরিবেশ তৈরির মতো গুরুতর অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় একটি কমিটি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদেরও বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।”

শাস্তি পাওয়া ২২ জনের মধ্যে ২ জনকে টিসি, ৫ জনকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সাপেক্ষে বরখাস্ত এবং ১৫ জনকে আগামী ৩০ আগস্ট পর্যন্ত সাময়িক বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কঠোর ব্যবস্থা বিদ্যালয়ের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক হবে।