বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

টাইফয়েড টিকা নিয়ে ‘গুজব’ প্রতিরোধে কাজ করার আহ্বান

খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ১৩ অগাস্ট ২০২৫ | ১১:০৬ অপরাহ্ন


খাগড়াছড়ির মানিকছড়িতে আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে যাওয়া দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত সভায় এই ক্যাম্পেইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, পহেলা সেপ্টেম্বর থেকে মাসব্যাপী এই টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে (টিসিভি) ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। জন্মনিবন্ধন যাচাই করে ‘vaxepi’ অ্যাপের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন সাপেক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নির্ধারিত কেন্দ্রে ১৮ দিন ধরে এই টিকা প্রদান করা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রতিনিধি ডা. উৎপল চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নাঈমুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিসান আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী এবং ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোশারফ হোসেন।

বক্তারা টাইফয়েড প্রতিরোধে এই টিকার কার্যকারিতা তুলে ধরেন এবং টিকা সম্পর্কিত যেকোনো গুজব প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।