চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক দলিলপত্র ও বইপুস্তকের বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় যাদুঘরের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ডিসেম্বর মাসের ১১, ১২ ও ১৩ তারিখ প্রতিদন সকাল ৯ টা থেকে দুপুর তিনটা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
প্রদর্শনী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাদুঘরে গুরুত্বপূর্ণ অনেক দলিল-দস্তাবেজ রয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হলে ছাত্রছাত্রীদেরকে যাদুঘরমুখী হতে হবে। এ সব দলিল দস্তাবেজের সাথে পরিচিতির মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসের প্রতি সচেতনতা তৈরী হবে শিক্ষার্থীদের মাঝে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি কথাসাহিত্যিক মফিদুল হক। তিনি তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার ক্ষেত্রে এই ধরণের সভা-সেমিনার ও প্রদর্শনীর অপরিসীম গুরুত্ব রয়েছে।
এসময় মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরী ও এসকল গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণের উপর জোর দেন তিনি।
প্রফেসর ড. ভুইঞা ইকবালের সভাপতিত্ব ও সহকারী রেজিস্ট্রার মোহাম্মাদ লোকমানের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
এছাড়াও বক্তব্য রাখেন যাদুঘরের সাবেক পরিচালক প্রফেসর ড. ইমরান হোসেন এবং যাদুঘরের উপ-কিউরেটর ড. শামসুল হোসেন।