
চট্টগ্রামের সাতকানিয়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে পচা-বাসি মিষ্টি ও মরা পোকা পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনায় কারখানাটির প্রতিনিধি আবুল কাশেমকে এক লাখ টাকা জরিমানা করার পাশাপাশি বিপুল পরিমাণ পচা-বাসি মিষ্টি ধ্বংস করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কেরানীহাটের কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
তিনি জানান, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে ওই মিষ্টির কারখানায় অভিযান চালানো হয়।
খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “অভিযানের সময় ড্রামভর্তি পোড়া তেল, নষ্ট শিরা ও পচা-বাসি মিষ্টি পাওয়া যায়। মিষ্টির ওপর মরা পোকা পড়ে ছিল। অত্যন্ত অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে কারখানাটিতে মিষ্টি তৈরি হচ্ছিল।”
তিনি আরও বলেন, “অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি ও পচা মিষ্টি বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারায় কারখানার প্রতিনিধি আবুল কাসেমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে, মানসম্মত পরিবেশ নিশ্চিত না করা পর্যন্ত মিষ্টি উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”