মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

হাটহাজারীতে মৎস্য সপ্তাহ শুরু, ৩ সফল চাষিকে পুরস্কার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ অগাস্ট ২০২৫ | ৭:০১ অপরাহ্ন


‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। কর্মসূচিতে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হালদা নদীকে রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

দিনটি উপলক্ষে সোমবার বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ ও সফল মৎস্যচাষিদের পুরস্কার প্রদান করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “হালদা নদী থেকে আহরিত মা মাছের ডিম দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই হালদা নদীকে যার যার অবস্থান থেকে রক্ষা করতে হবে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন নেছা ও নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ রমজান। বক্তব্য রাখেন হাটহাজারী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল এবং মৎস্যচাষিদের মধ্যে ডা. আবুল খায়ের, কামাল উদ্দিন ও শফিউল আলম।

আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্যচাষি হিসেবে মো. শফিউল আলম, কার্প মিশ্রণ মৎস্যচাষী মো. হারুন ও পোনা উৎপাদনের জন্য আব্দুল কাদেরের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।