মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

হুঁশিয়ারির পর দ্বিতীয় দিনেও চলল অভিযান, যানজটমুক্ত হচ্ছে হাটহাজারী?

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ অগাস্ট ২০২৫ | ৯:৪০ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে যানজট নিরসনে দ্বিতীয় দিনের অভিযানে বেশ কয়েকটি যানবাহন জব্দ এবং একটি মিষ্টির দোকান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে সোমবার দিনব্যাপী পৌরসভার বাসস্ট্যান্ড ও এর আশপাশের প্রধান সড়কগুলোতে এই অভিযান চলে। এ সময় নিয়মবহির্ভূতভাবে পার্কিং করে যানজট সৃষ্টির দায়ে একটি কাভার্ড ভ্যান ও দুটি ট্রাকসহ কয়েকটি যানবাহন জব্দ করা হয়।

এছাড়া দোকানের সামনের অংশ সবজি বিক্রেতাকে ভাড়া দিয়ে ফুটপাত দখলের অভিযোগে ‘ত্রিবেণী মিষ্টি ভান্ডার’ নামের একটি দোকান সিলগালা করে দেওয়া হয়। তবে পরে কর্তৃপক্ষ জানায়, মালিক ভুল স্বীকার করে দোকানের সামনের অংশটি সরিয়ে নেওয়ায় সন্ধ্যায় দোকানটি খুলে দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।

এর আগে গত রবিবার অভিযানের প্রথম দিনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছিল। গত ১১ আগস্ট যানজট নিরসনে সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভার সিদ্ধান্তের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে।

ইউএনও মু. আবদুল্লাহ আল মুমিন বলেন, “পৌরসভার যানজট নিরসন এবং জনদুর্ভোগ লাঘবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” অভিযানে তাকে সহায়তা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।