শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে জোড়া খুন: ‘শীর্ষ সন্ত্রাসী’ সাজ্জাদের স্ত্রী ৩ দিনের রিমান্ডে

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৯ অগাস্ট ২০২৫ | ৯:১১ অপরাহ্ন


চট্টগ্রামে জোড়া খুনের এক মামলায় আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত সাজ্জাদ হোসেনের স্ত্রী তামান্না শারমিনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

মঙ্গলবার চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালত এই আদেশ দেন।

চলতি বছরের ২৯ মার্চ রাতে বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলি চালিয়ে মোহাম্মদ মানিকসহ দুজনকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ, তার স্ত্রী তামান্নাসহ পাঁচজনের নাম উল্লেখ করে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে গত ১৫ মার্চ সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফেসবুক লাইভে পেটানোর হুমকি, হত্যা ও অস্ত্রসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। পরে গত ১০ মে রাতে নগরের বহদ্দারহাট এলাকা থেকে তামান্না শারমিনকে পুলিশ হেফাজতে নেয়।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, “জোড়া খুনের মামলাটিতে তামান্নাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা ৭ দিনের রিমান্ড চেয়েছিলাম। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”