বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

বিশ্ববিদ্যালয়ে নেটওয়ার্ক গড়ার সুযোগই সবচেয়ে বড় : ঢাবি উপাচার্য

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২১ অগাস্ট ২০২৫ | ৭:৫৫ অপরাহ্ন


বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীকে পুরো বিশ্বের সঙ্গে সংযুক্ত করে দেয় এবং নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে, যা পরবর্তী জীবনে সহায়ক হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

বৃহস্পতিবার চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউসি) শরৎকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় হচ্ছে অনেক আঁকাবাঁকা নদী বা খাল পেরিয়ে মহাসাগরে প্রবেশ করা। এখানে গড়ে ওঠে তার নেটওয়ার্ক, যা ক্যারিয়ারে কাজে লাগে। বিশ্ববিদ্যালয়ে মদও আছে, গাঁজাও আছে। সেইসাথে ভালো শিক্ষক ও শিক্ষাও আছে। কোনটা বেছে নেবে, সেটি তোমার সিদ্ধান্ত।”

তিনি শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী হয়ে জ্ঞান সাধনায় নিবেদিত হওয়ারও পরামর্শ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইইউসি’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী। তিনি জ্ঞান অর্জনের পাশাপাশি সততাকেও ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান বলেন, জুলাই গণবিপ্লবের মাধ্যমে নতুন প্রজন্ম দেশকে রক্ষা করেছে। তিনি শিক্ষার্থীদের জাগতিক বিদ্যার সঙ্গে ওহীর জ্ঞানকেও যুক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়া অন্যদের মধ্যে বিওটি সদস্য অধ্যাপক ড. আবু বকর রফীক আহমদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাইমুল আহসান খান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম বক্তব্য রাখেন।