
চট্টগ্রামের পটিয়ায় কলেজে ভর্তিচ্ছুক এক ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে বুধবার পটিয়া থানায় শওকত হোসেন সিজান (২০) এবং তার ৩-৪ জন সহযোগীকে আসামি করে এজাহার দায়ের করেছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করে আসামিদের গ্রেপ্তার ও ভুক্তভোগীকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী ছাত্রী সম্প্রতি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। স্কুলে যাওয়া-আসার পথে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিজান তাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলেন।
“প্রেমে প্রস্তাবে রাজি না হওয়ায় সিজান আমার মেয়েকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিত। আমরা তার পরিবারকে জানানোর পরও সে মেয়েকে উত্যক্ত করা বন্ধ করেনি,” বলেন ছাত্রীর মা।
এজাহারের তথ্য অনুযায়ী, গত ৯ অগাস্ট বিকেল সাড়ে তিনটার দিকে পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকায় ওই ছাত্রীকে একা পেয়ে সিজান ও তার সহযোগীরা একটি সিএনজি অটোরিকশায় জোর করে তুলে নিয়ে যায়।
মেয়ে সময়মতো বাড়ি না ফেরায় পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও তাকে না পেয়ে পরদিন, অর্থাৎ ১০ অগাস্ট, ছাত্রীর পরিবার পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, সিজানই তাকে অপহরণ করেছে।
ভুক্তভোগীর মা বলেন, “আমার মেয়ে নতুন কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছিল। কিন্তু সিজানের জন্য সব শেষ হয়ে গেল। আমি আমার মেয়ের নিরাপত্তা চাই এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
ওসি নুরুজ্জামান বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভুক্তভোগীকে উদ্ধারে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।”
এদিকে, প্রকাশ্যে ছাত্রী অপহরণের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পটিয়ায় সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং ও বখাটেদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানিয়েছেন।