
এক সংবাদ প্রতিবেদনের জেরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের এক বক্তব্যকে ‘হুমকিমূলক’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা।
বৃহস্পতিবার বিকালে নগরীর এস এস খালেদ সড়কে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সমাবেশে সভাপতির বক্তব্যে সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, “আমরা কোনো পুলিশ কর্তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়াইনি। আমরা দাঁড়িয়েছি আমাদের সহকর্মীর প্রতি একজন পুলিশ কর্মকর্তার হুমকির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশ কমিশনারের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রত্যাহারের উদ্যোগ না নিলে চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে সংগ্রামী কর্মসূচি পালন করা হবে।”
চ্যানেল ২৪ এর প্রতিবেদক এমদাদুল হকের একটি সংবাদ প্রতিবেদনকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত। ওই প্রতিবেদনে সিএমপির ট্রাফিক বিভাগের অনিয়ম তুলে ধরা হয়েছিল।
সিইউজের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, “সিএমপি কমিশনারের প্রতিবাদলিপিকে আমি প্রতিবাদলিপি বলছি না, এটাকে হুমকি হিসেবে বিবেচনা করি। আমরা আপনার প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি সম্পর্কে মানুষকে অবহিত করতে সাংবাদিকতা করি।”
ভুক্তভোগী সাংবাদিক এমদাদুল হক বলেন, তার প্রতিবেদনে “দুর্নীতির সুস্পষ্ট তথ্য” থাকার পরও ব্যবস্থা না নিয়ে উল্টো হুমকি দেওয়াকে তিনি ‘দুঃখজনক’ বলে মনে করছেন।
সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো ধরনের হুমকি বা চাপ বরদাশত করা হবে না। সমাবেশে সাংবাদিকদের মধ্যে বৃহত্তর ঐক্যের ডাক দেওয়া হয়।
সিইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক সমাবেশটি সঞ্চালনা করেন।