মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চুরির অপবাদ দিয়ে পিটিয়ে মারা হলো কিশোরকে, বাঁচাতে গিয়ে বাবাও আহত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২২ অগাস্ট ২০২৫ | ৬:৪৮ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির ‘অপবাদ’ দিয়ে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে; এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার বাবা এবং সঙ্গে থাকা আরও দুই কিশোর আহত হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মো. রিহান উদ্দিন ওরফে মাহিনের (১৫) পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ জানান, ভোরে মাহিনসহ তিন কিশোরকে স্থানীয় একটি দল ধাওয়া দিলে তারা পালিয়ে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয়। পরে সেখান থেকে তাদের ধরে এনে চেঙ্গের ব্রিজের ওপর পেটানো হয়। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়।

হামলায় গুরুতর আহত মাহিনের দুই সঙ্গী মানিক ও রাহাত এবং তাকে বাঁচাতে আসা বাবা লোকমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি নূর আহমদ বলেন, “কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নোমান ও আজাদ নামে দুই যুবককে থানা হেফাজতে নেওয়া হয়েছে।”

নিহত মাহিনের ফুফু সুখী বেগম এটিকে ‘পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড’ বলে দাবি করেছেন। তিনি বলেন, “এতে এলাকার অনেকে জড়িত। আমি এই হত্যাকাণ্ডের যথাযথ বিচার চাই।”

এ ঘটনা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল কাদের ‘চোর সন্দেহে গণপিটুনি’র কথা বললেও এটিকে ‘বিচার বহির্ভূত’ বলে স্বীকার করেছেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা একজন কিশোরকে এভাবে পিটিয়ে হত্যাকে ‘চরম অমানবিক’ বলে আখ্যা দিয়েছেন।