বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

চকরিয়া থানা হাজতে যুবকের মৃত্যু: প্রধান শিক্ষিকা ওএসডি, তদন্ত কমিটি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ অগাস্ট ২০২৫ | ৯:৪১ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়া থানা হাজতে স্কুল কর্মচারী দুর্জয় চৌধুরীর মৃত্যুর ঘটনায় ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাবেয়া খানমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়। এছাড়া ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে অধিদপ্তর।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালককে প্রধান করে গঠিত ওই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী দুর্জয় চৌধুরীকে (২৫) অর্থ আত্মসাতের অভিযোগে পুলিশের হাতে তুলে দেন প্রধান শিক্ষিকা রাবেয়া খানম। পরদিন শুক্রবার ভোরে থানা হাজত থেকে দুর্জয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

দুর্জয়ের পরিবার এটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করার পর এলাকাবাসী বিক্ষোভ শুরু করলে এ ঘটনায় চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলামকে বদলি এবং একজন এএসআই ও দুই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়। কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফুদ্দিন শাহীনের নির্দেশে এসব পদক্ষেপ নেওয়া হয়।