বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

অধ্যক্ষ বদলি, চকরিয়া সরকারি কলেজে ফের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ অগাস্ট ২০২৫ | ৯:৫৪ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক নুসরাত জাহান।

কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীন আহমদ বদলি হওয়ায় রোববার তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।

রোববার সকালে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ নাসির উদ্দিন আহমদের বিদায় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) নাসির উদ্দিন আহমদকে চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়। প্রায় সাড়ে চার মাস দায়িত্ব পালনের পর তিনি বদলি হলেন। তার যোগদানের আগেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন নুসরাত জাহান।

দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান বলেন, “কলেজের শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধিতে সাধ্যমতো চেষ্টা করব। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চকরিয়া সরকারি কলেজকে একটি মডেল কলেজ হিসেবে গড়ে তুলতে চাই।”

এজন্য তিনি কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।