মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, সড়ক অবরোধ, আহত ৩

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৫ অগাস্ট ২০২৫ | ৬:০৫ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি জায়গা দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত এক মানববন্ধনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার দুপুরে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের হেঁয়াকো বাজারে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। এ সময় পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির হস্তক্ষেপে বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতরা হলেন, মো. বাবুল (৬০), আব্দুল মালেক অনু (৩৫) এবং মো. শরিফ (২৮)।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, ফটিকছড়িতে দীর্ঘদিন ধরে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সরোয়ার আলমগীর এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বিভক্ত।

সোমবার দুপুরে কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের অনুসারীরা ভূজপুর থানা যুবদলের আহ্বায়ক মো. নুরুল আমীনের নেতৃত্বে হেঁয়াকো বাজারে সরকারি জায়গা দখল নিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলামের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

কর্মসূচি শেষে সরওয়ার আলমগীরের অনুসারী হিসেবে পরিচিত বিএনপি নেতা নাছির উদ্দিন বিপ্লবের নেতৃত্বে একদল নেতাকর্মীর সঙ্গে নুরুল আমীনের পক্ষের কর্মীদের বাগবিতণ্ডা হয়, যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

ভূজপুর থানা যুবদলের আহ্বায়ক মো. নুরুল আমীন বলেন, “আমরা শান্তিতে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করছিলাম। কিন্তু কিছু দলীয় চাঁদাবাজ আমাদের বাধা দিতে চেষ্টা করেছেন।”

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা নাছির উদ্দিন বিপ্লব বলেন, “এসব আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও অপপ্রচার।”

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মল হক চৌধুরী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, “পরিস্থিতি আপাতত শান্ত। আশা করছি, দলের নেতৃস্থানীয়রা বিষয়টির ফয়সালা করবেন।”