
এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার দুপুরে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের কাটাখালি খালের মুখ থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, প্রায় চার ফুট লম্বা ও ৩৫-৪০ কেজি ওজনের ডলফিনটির শরীরে লম্বা একটি আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ধারণা, বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিনচালিত কোনো নৌযানের আঘাতেই ডলফিনটির মৃত্যু হতে পারে।
দুপুরে হালদা নদীতে মৃত ডলফিনটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেটি উদ্ধার করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ড. মনজুরুল কিবরীয়া বলেন, “ডলফিনটির মৃত্যুর কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। আমাদের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। তারা পরীক্ষা-নিরীক্ষার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এর আগে গত শনিবার হালদা নদীর মদুনাঘাট এলাকায় অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে মো. বাবলু নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছিল উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ইঞ্জিনচালিত বোট ও ডাম্পার জব্দ করা হয়েছিল।