মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ায় হামলার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৬ অগাস্ট ২০২৫ | ১২:৪৭ পূর্বাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার জেরে এক যুবককে পিটিয়ে আহত করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার সকালে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কাপ্তাই সীমান্তবর্তী এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে আহতের ভাই হযরত আলী অভিযোগ করেন, গত ২১ আগস্ট বিএনপির একটি কর্মসূচিতে অংশ নেওয়ার পরদিন সোহেল পাটোয়ারী নামে এক ব্যক্তি তাদের ওপর হামলা চালান।

তিনি বলেন, “স্থানীয় সাবেক একজন মেম্বার বিষয়টি সমাধান করে দেবেন বললেও কয়েকদিন পর আমার ভাই ইউনুছ আলীর ওপর হামলাকারীরা আবারও হামলা করে তাকে গুরুতর আহত করে। তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।”

হযরত আলীর অভিযোগ, তার বোনের স্বামী এমরান হোসেন এলাকায় মাদকবিরোধী কার্যক্রম করায় হামলাকারীরা তার ওপরও ক্ষিপ্ত ছিল এবং তাকেও মারধর করেছে।

এ ঘটনায় হামলাকারী সোহেল পাটোয়ারী, সিজান ও জিসানের নামে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।

মানববন্ধনে আহতের মা মনজুরা খাতুন বলেন, “আমার ছেলের ওপর হামলার জন্য কঠোর শাস্তি চাই। হামলাকারীদের আত্মীয়স্বজন প্রভাবশালী হওয়ায় তারা আমাদের প্রতিবাদ করার সুযোগ না দিয়ে উল্টো হুমকি দিচ্ছে।”

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমাম উদ্দিন চৌধুরী বলেন, “আমাদের দলের কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”