মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ফটিকছড়িতে বিএনপি নেতাকে নিয়ে ‘অপবাদ’, আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৬ অগাস্ট ২০২৫ | ৮:১১ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা বিএনপির আহ্বায়ককে নিয়ে ‘কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে তার প্রতিবাদ জানিয়েছে দলটির একাংশ; ওই বক্তব্য প্রত্যাহার করা না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে তারা।

মঙ্গলবার বিকালে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান দাঁতমারা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।

এতে লিখিত বক্তব্য পড়েন ভূজপুর থানা যুবদলের আহ্বায়ক মো. নুরুল আমীন।

তিনি বলেন, “সোমবার হেঁয়াকো বাজারে বাবুল প্রকাশ লম্বা বাবুল নামে এক ব্যক্তি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহারকে জড়িয়ে যে মিথ্যা অপবাদ দিয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ওই বক্তব্য প্রত্যাহার করা না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেব।”

নুরুল আমীনের দাবি, যার বিরুদ্ধে অভিযোগ, সেই বাবুল বিএনপির কেউ নন এবং যাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, সেই কর্ণেল বাহার তাকে চেনেনও না।

সোমবার হেঁয়াকোতে একটি মানববন্ধন কেন্দ্র করে গোলযোগের ঘটনাটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নয় বলেও দাবি করেন এই যুবদল নেতা।

তিনি বলেন, “হেঁয়াকোতে সংগঠিত ঘটনায় কোনো অবস্থাতেই বিএনপির দুপক্ষ জড়িত না। দাঁতমারা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একটি সন্ত্রাসী পক্ষের উদ্বুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। যেটি বিভিন্ন সংবাদ মাধ্যমে দুই পক্ষ বলে প্রকাশ পায়।”

এ ঘটনায় প্রশাসনের ‘অদূরদর্শিতা’ ছিল বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ভূজপুর থানার ওসি মাহবুবুল হক বলেন, “পরিস্থিতি সামাল দিতে আমাদের সাথে বিজিবিকেও বেগ পেতে হয়েছে। রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গেলে অনেকে অনেক কথা বলবে।”

এর আগে সোমবার দুপুরে ফটিকছড়ির হেঁয়াকো বাজারে ‘দখলবাণিজ্য, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে স্থানীয়দের সঙ্গে থানা যুবদলের একাংশ মানববন্ধন করলে সেখানে হামলার ঘটনা ঘটে।