
কক্সবাজারের চকরিয়া থানা হাজতে সরকারি উচ্চ বিদ্যালয়ের এক অফিস সহকারীর মৃত্যুর ঘটনায় শিক্ষা অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি সরেজমিন কাজ শুরু করেছে; এর আগে এ ঘটনায় স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. ফজলুল কাদের চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের কমিটি মঙ্গলবার সকালে চকরিয়ায় পৌঁছায়।
কমিটির সদস্য ও চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, তদন্ত দল প্রথমে চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে যায়। সেখানে তারা সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।
তিনি বলেন, “দুপুরে তদন্ত দলটি চকরিয়া থানায় যায় এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে। পরে বিকালে চকরিয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপায়ন দেবের সঙ্গেও কথা বলেন কমিটির সদস্যরা।”
কমিটির অপর সদস্য হলেন মাউশির চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক (মাধ্যমিক) ফরিদুল আলম।
এর আগে গত ২৪ আগস্ট মাউশির এক প্রজ্ঞাপনে চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানমকে ওএসডি করা হয়।
একই দিন পৃথক আদেশে চট্টগ্রাম অঞ্চলের পরিচালককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে মাউশি। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে সুস্পষ্ট মতামত ও প্রমাণসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।