শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বিএনপি-মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খাগড়াছড়িতে মতবিনিময়

খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ২৮ অগাস্ট ২০২৫ | ৬:১১ অপরাহ্ন


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে মতবিনিময় সভা করেছে সংগঠনটির জেলা শাখা।

বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কলাবাগান এলাকার একটি সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

সভায় বক্তারা বলেন, বিএনপি ও মহিলা দল দেশের ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ এবং নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে।

তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে নারী নেত্রীদের ঐক্যবদ্ধ এবং সক্রিয় অংশগ্রহণের উপরও গুরুত্ব আরোপ করেন তারা।

সভায় জেলা ও বিভিন্ন উপজেলা মহিলা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।