
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬.২ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬২২ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত এক হাজার মানুষ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
রোববার গভীর রাতে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) জানিয়েছে, মৃতের সংখ্যা ৬২২ এবং আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এর আগে তালেবান সরকারের সূত্রগুলো বিবিসিকে প্রাথমিকভাবে ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও শত শত মানুষের হতাহতের আশঙ্কা প্রকাশ করেছিল।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে। অগভীর ভূমিকম্পগুলো সাধারণত বেশি ধ্বংসাত্মক হয়। এরপর রিখটার স্কেলে ৪.৫ থেকে ৫.২ মাত্রার মধ্যে অন্তত তিনটি পরাঘাত অনুভূত হয়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশের নুরগাল জেলার মাজার উপত্যকার পাহাড়ি গ্রামগুলো।
আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন। তিনি জানান, স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেছেন এবং কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকে সহায়ক দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। জীবন রক্ষায় সব ধরনের সম্পদ কাজে লাগানো হবে বলেও তিনি জানান।