শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

খাগড়াছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর ২০২৫ | ৬:৫১ অপরাহ্ন


র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজের সামনে থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এরপর শাপলা চত্বর মুক্তমঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক এম এন আবছার।

সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও অধিকার আদায়ের জন্য আন্দোলন করে আসছে।

তারা বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে সক্রিয় থাকবে।

কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।