শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বাংলাদেশে রাশিয়ান ব্যাংক স্থাপন করা হবে : রাশিয়ান রাষ্ট্রদূত

| প্রকাশিতঃ ১৩ ডিসেম্বর ২০১৭ | ৭:৩৬ অপরাহ্ন

চট্টগ্রাম: বাংলাদেশে শিগগির রাশিয়ান ব্যাংক স্থাপন করা হবে বলে জানিয়েছেন রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার আই ইগ্নাটভ। বুধবার দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বার নেতাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

রাষ্ট্রদূত আলেকজান্ডার আই ইগ্নাটভ বলেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে আগ্রহী রাশিয়া। বর্তমানে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দুই সরকার একযোগে কাজ করছে। প্রায় ১১ বিলিয়ন ডলার রাশিয়ান বিনিয়োগে পরমাণু বিদ্যুৎকেন্দ্র তারই উদাহরণ। তবে সম্ভাবনার সদ্ব্যবহার করতে হলে দু’দেশের প্রাইভেট সেক্টরকেও এক সাথে কাজ করতে হবে। শিগগির রাশিয়ান ব্যাংক স্থাপন করা হবে বাংলাদেশে।

সভায় চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, রাশিয়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অন্যতম সহযোগী দেশ। চট্টগ্রামে অপার বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে কিন্তু দ্বিপাক্ষিকভাবে সরাসরি কোন ব্যাংকিং চ্যানেল নেই। ফলে তৃতীয় দেশের মাধ্যমে বাণিজ্য পরিচালনা করতে হয়। বর্তমানে উভয় দেশের মধ্যে প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য সংগঠিত হয়েছে।

সভায় চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম. খালেদ ইকবাল, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ ব্যানার্জী, জাপানের অনারারী কনসাল জেনারেল মো. নুরুল ইসলাম, ফিলিপাইনের অনারারী কনসাল এম এ আউয়াল প্রমুখ বক্তব্য রাখেন।