শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ডাকসুতে জয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১০ সেপ্টেম্বর ২০২৫ | ৩:০০ অপরাহ্ন


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে কিছু ‘ত্রুটি-বিচ্যুতি’ ছিল বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমি আজকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই যাঁরা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছেন তাঁদের। এটাই গণতন্ত্রের রীতি।”

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, “যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল।”

মহিলা দলের কেন্দ্রীয় কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।