
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশ ‘সোনার দেশে’ রূপান্তরিত হয়েছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।
বৃহস্পতিবার বিকালে রাঙ্গুনিয়া উপজেলায় এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
মুরাদ চৌধুরী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার সময়ে ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।”
তিনি আরও বলেন, “দেশনেতা তারেক রহমান বাংলাদেশকে পুনর্গঠনের জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু করেছেন।”
উপজেলার গোডাউন চত্বরে আয়োজিত এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার। তিনি দলের ক্রান্তিলগ্নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।