শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ায় ‘আইকনিক স্পোর্টস জোন’ উদ্বোধন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১১:৪৩ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ‘রাঙ্গুনিয়া আইকনিক স্পোর্টস জোন’ নামে একটি ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার ধামাইরহাট বাজারসংলগ্ন এলাকায় এই স্পোর্টস জোনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান।

এ সময় তিনি বলেন, “একটা বা দুইটা স্টেডিয়ামের চেয়ে বিশটা খেলার মাঠ ভালো। একটি স্টেডিয়ামের চেয়ে বিশটা মাঠ হলে তা আগামী একশো বছর কাজে লাগবে। এর মাধ্যমে সমাজের একজন ছেলেকেও যদি বিপথ থেকে ভালো পথে আনা যায়, তাহলেই যারা পরিশ্রম ও বিনিয়োগ করেছেন তাদের সার্থকতা।”

ইউএনও জানান, একসময় এই জায়গাটি বিদ্যালয়ের পরিত্যক্ত অবস্থায় ছিল এবং এখানে নানা অপকর্মের আশঙ্কা ছিল। স্থানীয় যুবকদের উদ্যোগে এবং প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনে এটি খেলার মাঠে রূপান্তরিত হয়েছে।

তিনি বলেন, “রাঙ্গুনিয়ার বিত্তশালীদের সঙ্গে নিয়ে আরও কয়েকটি মাঠ তৈরির চেষ্টা করছি। যতদিন এখানে আছি, আমি চেষ্টা করব কিছু মাঠ তৈরি করে দেওয়ার।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জাহেদুর রহমান, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, ফিফা অনুমোদিত টার্ফ দিয়ে নির্মিত এ মাঠে বছরজুড়েই ফুটবল, ক্রিকেট ও ভলিবল খেলার সুযোগ থাকবে। এছাড়া ইনডোরে বিলিয়ার্ড খেলারও ব্যবস্থা করার কথা রয়েছে।

উদ্বোধন শেষে উপজেলা প্রশাসন ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।